বেড়া পাউবো’র বৃক্ষ রোপণ কর্মসূচী পরিদর্শন করেন সিনিয়র সহকারী সচিব- মোঃ সিদ্দিকুর রহমান

0
281

শফিউল আযম, বেড়া (পাবনা) সংবাদদাতা ঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে বাপাউবো’র বেড়া পানি উন্নয়ন বিভাগের বৃক্ষ রোপণ কর্মসূচী সরেজমিন পরিদর্শন ও তদারকি করেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সিদ্দিকুর রহমান।
গতকাল শুক্রবার সকালে বেড়া পানি উন্নয়ন বিভাগে তিনি সাংবাদিকদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে পানি সম্পদ মন্ত্রনালয় সারা দেশে প্রায় ১০ লাখ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করছে। পাবনা বেড়া পানি উন্য়ন বিভাগের বৃক্ষ রোপণ কর্মসূচী তদারকী ্এবং সরেজমিন পরিদর্শ করবেন।
পরে তিনি বেড়া পানি উন্নয়ন বিভাগ চত্তরে আম ও মেহগনি গাছের চারা রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন, বেড়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হামিদ, উপ-বিভাগীয় প্রকৌশলী এ, কে, শহীদুল আলম, শাখা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বেড়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হামিদ বলেন, বেড়া পাউবোর আওতাধীন ৮২ দশমিক ৫০ কিলোমিটার এলাকায় ১৭ হাজার ১২০টি ফলজ, বনজ ও ঔষদি গাছের চারা লাগানো হবে। ইতোমধ্যে সাত হাজার ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগানো হয়েছে। অবশিষ্ঠ গাছের চারা পর্যায় ক্রমে লাগানো হবে বলে তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here